ইচ্ছে করেই অসুখ পুষি
বানে ভাসা ঘরের মতন।
নদীপাড়ের মানুষগুলো
আর্তি রেখে হাতের তেলোয়
যেমন শ্বাসে আকাশ আঁকে,
তেমন আমার অসুখেরা।
দীনভিখারির চ্যাপ্টাঝুলি
ভরে ওঠে জনের দয়ায়,
আমার বুকের শূন্যগৃহ
ভরিয়েছে অসুখরতন।
দেখতে আমায় নাইবা এলে,
অসুখেরাই দেখবে তোমায়।
লেখক: রাজন্য রুহানি, হাটচন্দ্রা, জামালপুর।