আকাশটা নীল,
হারিয়ে গেলাে হৃদয়টা আকাশের নীলে,
সমুদ্রটা নীল,
হারিয়ে গেলাে হৃদয়টা ঢেউয়ের তালে তালে ।
আকাশটা অসীম, বিশাল তার ভালােবাসা,
ভালােবেসে বেসে, সে দিয়েছে ঢেলে,
হৃদয়ের সমস্ত নীল, সমুদ্রের জলে।
নীলে নীলে নীল, সবটা স্বপ্নীল,
নীলকর নয়, নীলিমার সব নীল।
তােমায় দেবাে, ও গাে উর্মিমালী,
তােমার নােনা জলে, সবটুকু নীল মিলি।
তােমার কূল জুড়ে দেবে তরঙ্গের মালা,
সঙ্গে তােমার রয়, শত ছলা কলা।
তুমি নিত্য দেবে তুলে, দেবে আমার গলে,
একি খেলা চলে, নীলে আর জলে।
নীলে আর জলে, চলে মনােহারি খেলা,
এ যে আদি খেলা প্রভু, তােমার অন্তবিহীন লীলা।
লেখক: কবি কামাল উদ্দিন
শিক্ষাজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়