বিপন্ন রোদ্দুরে ঘুড়িচোখ দুরবিন
কবেকার খেলা ছেড়ে শূন্যমাতাল পৃথিবী
নাটাইয়ের গোলকে বাঁধা
যাপনের ক্লেদঘেঁষা ঘ্রাণ
প্রণয়ের ছাই
যতটা হৃদয় চিরে গেলে তরমুজের বিশ্বাস
লালের সামনে আর কোনো বিধায়ক নেই
সমূহ স্বপ্নের বুকে আকাশনিনাদ
প্রত্যেক পাঁজরে একমুঠো গোপন রঙের মৃত্যু
খসে পড়া নক্ষত্রের ঠোঁটে ব্রহ্মাণ্ডের ক্যানভাস
লেখক: রাজন্য রুহানি, হাটচন্দ্রা, জামালপুর।