করোনা তুমি যতই মৃত্যু দাও
যতই দেখাও মোদের ভয়।
একদিন মরতে হবে তোমাকে
সেদিন বেশি দূরে নয়।
চীন থেকে শুরু হয়ে সারা বিশ্বময়
নির্বাক চেয়ে থেকেছি আমরা
হয়ে বিস্ময়।
লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়াছে
তোমার শক্ত থাবাতে।
প্রতিষেধক এখন তৈরী হয়ন
সে কথা আজ জানাতে।
মসজিদ,মন্দির,গীর্জা, প্যাগোডায়
কত যে চলছে দোয়া।
তবুও যেন সরতে চাইছেনা
করোনা ভাইরাসের ছোঁয়া।
মক্কা,মদিনা বন্ধ হলো
বন্ধ দেশের জামাত।
লক ডাউন দিয়ে করছে সরকার
ভীষণ বাজীমাত।
জীবন যেন স্থবির হয়েছে
নেই কোন ব্যবসা।
ঘর থেকে বেরোনে যায়না
এ কেমন দূরাশা।
অর্ধেক মানুষ ক্ষিধের জ্বালায়
ত্রাণের জন্য ছুটছে।
কিছু মানুষ পাচ্ছে ত্রাণ
কিছু হাত মুচঁছে।
ত্রাণ নিয়ে কেউবা যেন
করছে লুকোচুরি।
কারোবা হচ্ছে জরিমানা
কারো হাতে হাতকড়ি।
কতদিন যেন চলাচল করেনা
বন্ধ ট্রেন,বাস
এভাবে যদি চলতে থাকে
দেশের সর্বনাশ।
এরই মধ্য সমাজ সেবীরা
ছুটছে দ্বারে দ্বারে
কার ঘরে আছে খাবার
কার ঘরে নাইরে।
চাল, ডাল আর লবণ তেল
সঙ্গে সাবান, আলু।
এই পেয়ে খুশি সবাই
গাঁয়ের চাচা, মামা,খালু।
দেশে দেশে যত দামি তারকারা
করছে অকাতরে দান।
ব্যাট,বল আর জার্সী বেঁচে
বাড়াচ্ছে সেবার মান।
লেখক: কবি আবুল কালাম আজাদ
প্রচার সম্পাদক: জাতীয় শ্রমিক লীগ নওগাঁ।
প্রাক্তন সভাপতি: জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ নওগাঁ।